How to Create Facebook Business Page

কিভাবে ফেসবুক বিজনেস পেইজ তৈরি করবেন।

ফেসবুক বিজনেস পেইজ আপনাকে নতুন কাস্টমারের কাছে পৌঁছাতে, জনপ্রিয়তা অর্জন করতে এবং আপনার ব্র্যান্ড প্রসারে সাহায্য করে।

  • আপনার ব্র্যান্ড বাড়াতে এবং আপনার ব্যবসার কাস্টোমার প্রসারিত করতে ফেসবুক বিজনেস পেইজ তৈরি করতে পারেন।
  • ফেসবুক বিজনেস পেইজের ফটো, কল টু অ্যাকশন বাটুন, টুলস এবং আরও অনেক কিছু খুব সহজে কাস্টমাইজ করা যায়।
  • আপনি সর্বদা আপনার ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন অনুসারে আপডেট করতে পারেন।

 

কিভাবে একটি ফেসবুক বিজনেস পেইজ তৈরি করবেন।

 

১। ফেসবুক ওয়েবসাইটে যান এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন৷

ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন৷

২। হোমপেজ থেকে, বাম দিকে সাইডবার মেনুতে পেইজেস এ ক্লিক করুন৷

হোমপেজ থেকে, বাম দিকে সাইডবার মেনুতে পেইজেস এ ক্লিক করুন৷

৩। বাম দিকের মেনুতে “Create New Page” বাটনে ক্লিক করুন৷

বাম দিকের মেনুতে Create New Page বাটনে ক্লিক করুন৷

এখন দুটি বিকল্প কেটেগোরি দেখতে পাবেন- Business or Brand এবং Community or Public Figure. তারপর Business or Brand এ ক্লিক করুন।

বিঃ দ্রঃ এই অপশনটি আগে পেইজ ক্রিয়েট করতে দেখাতো। কিন্তু বতর্মানে ফেসবুকের নতুন আপডেটে এই অপশনটি নাও দেখতে পারে। 

 

৪। পরবর্তী স্ক্রিনের বাম দিকে, আপনার বিজনেস বা প্রতিষ্টানের নাম লিখুন, তারপর একটি ক্যাটেগরি সিলেক্ট করুন এবং একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন৷

আপনার বিজনেস বা প্রতিষ্টানের নাম লিখুন, তারপর একটি ক্যাটেগরি সিলেক্ট করুন।

৫। নিচে স্ক্রোল করুন এবং “Create Page” ক্লিক করুন।

নিচে স্ক্রোল করুন এবং “Create Page” ক্লিক করুন।

৬। পরবর্তীতে প্রোফাইল ফটো (লোগো), এবং ফেইসবুক কভার ফটো আপনার মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস থেকে যুক্ত করুন।

প্রোফাইল ফটো (লোগো), এবং ফেইসবুক কভার ফটো যুক্ত করুন।

প্রোফাইল ফটো আপলোড নিয়ম। 

 

পেইজ পাবলিক হওয়ার আগে, আপনাকে বিজনেস পেইজের জন্য একটি প্রোফাইল ফটো তৈরী করতে হবে৷

আমরা প্রোফাইল ফটো হিসাবে আপনার ব্র্যান্ডের লোগো ব্যবহার করার পরামর্শ দিই। যার ফলে, ভিজিটর তাদের নিউজ ফিডে আপনার ব্যবসার পোস্টগুলি সহজে চিনতে পারবে।

ফেসবুকের প্রোফাইল ফটোর সাইজ হচ্ছে 500×500 PX স্কোয়ার হবে।

 

কভার ফটো আপলোড নিয়ম।

 

পেইজ ক্রিয়েট শেষ হলে একটি আকর্ষণীয় কভার ফটো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার দিয়ে প্রফেশনাল কভার ফটো বানিয়ে নিন।

প্রয়োজনে আমাদের সাথে কথা বলেও এই কাজটি করিয়ে নিতে পারেন। আমাদের প্রফেশনাল ডিজাইনার আপনার বিজনেস পেইজের জন্য একটি আকর্ষণীয় ফেইসবুক কভার ফটো তৈরী করে দিবে।

ফেসবুকের কভার ফটোর সাইজ 820×312 PX হবে।

 

আপনার নতুন ফেইসবুক পেইজ তৈরি হয়েছে এবং এটিকে এখন আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন।

 

অতিরিক্ত সেট আপ টিপস। 

অতিরিক্ত সেট আপ টিপস।

আপনার পেজের ইনফরমেশন গুলো সম্পূর্ণভাবে পূরণ করুন। 

 

  • ইউজারনেইম – আপনার পেইজ খুঁজে পেতে সহজ করে সেই পেইজের ইউজারনেইম। নতুন অবস্থায় এলোমেলোভাবে আপনার পেইজের URL টি থাকে। তাই ইউজারনেইম পরিবর্তন করলে পেইজটি (Facebook.com/YourUserName) এই ভাবে দেখা যাবে।
  • ডিস্ক্রিপশন – আপনার পেইজে ২৫৫ অক্ষরে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। মানুষ যাতে সহজে বুজতে পারে আপনার এই পেইজ বা ব্যবসাটি কি ধরণের। (পরবর্তীতে এডিশনাল ইনফরমেশনে আরো ডিস্ক্রিপশন বসাতে পারবেন)
  • কেটেগোরি – পেইজ কেটেগোরি সাহায্য করে আপনাকে বিজনেস পেইজটি খুব সহজে খুঁজে পেতে। আপনি চাইলে কেটেগোরি হিসেবে তিনটি বেছে নিতে পারবেন।
  • কন্টাক্ট ইনফরমেশন – ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং ওয়েবসাইট লিংক এড করা।
  • লোকেশন অথবা সার্ভিস এরিয়া – আপনার ব্যবসার লোকেশন ফেসবুকে পিন করে রাখতে পারেন। যার ফলে কাস্টমার ক্লিক করে আপনার লোকেশনটি খুঁজে পেতে পারে।
  • ওপেনিং আওয়ার – আপনার বিজনেস ওপেইং টাইম অথাৎ খোলার সময় দিয়ে রাখবেন। যদি আপনার বিজনেস অনলাইন রিলেটেড হয় তাহলে Always open এই অপশনটি দিয়ে রাখতে পারেন।
  • প্রাইভেসি পলিসি – প্রতিটি বিজনেসের প্রাইভেসি পলিসি একটা ওয়েব পেইজ থাকা উচিত। আপনার প্রাইভেসি পলিসি পেইজ থাকলে ফেসবুকের শেষে প্রাইভেসি পলিসি লিংক এড করে দিন।
  • প্রোডাক্ট সেল – আপনি যে পণ্য বিক্রি করেন তার বিবরণ সহ প্রতিটি প্রোডাক্ট লিস্টিং করে রাখতে পারেন। এই অপশনটি তখনই চালু রাখা উচিত যখন আপনার ইকমার্স শপ থাকবে। 

 

কল টু অ্যাকশন বাটুন। 

CTA / কল টু অ্যাকশন বাটুন।

 

CTA খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি বিজনেস পেইজের জন্য।  তাই আপনার পেইজে একটি কল টু অ্যাকশন বাটুন যোগ করুন। CTA বাটুন অনেক ধরনের হতে পারে। 

আপনার বিজনেসের ধরণ অনুযায়ী নিচের লিস্ট এর মধ্যে একটি যোগ করতে পারেন। যেমনঃ 

  • Send an Email
  • Get a Quote
  • Follow Page 
  • Send a Message
  • Order Food
  • Shop Now
  • Watch a Video
  • Visit Your Website

 

ইনভাইট স্টাফ অথাৎ পেইজ রোল । 

ইনভাইট স্টাফ অথাৎ পেইজ রোল ।

 

আপনি অন্যান্য কর্মীদের পেইজ পরিচালনা করার জন্য ইনভাইট করতে পারেন—যেমন উদাহরণস্বরূপ একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি যদি পেইজ পরিচলনা করতে না চান সেই ক্ষেত্রে অন্য কাউকে পেইজের অ্যাক্সেস  হস্তান্তর করতে পারেন। 

এই রকম কিছু হতে পারে পেইজ রোলের ক্ষেত্রে –

  • CEO and founders have Admin Access
  • Social media marketers have Editor Access
  • Community managers have Moderator Access

 

আপনার প্রথম পোস্ট পাবলিশ করুন। 

 

আপনি যদি উপরের সব কিছু ফলো করে থাকেন তাহলে আপনার পেইজের কাজ অলরেডি শেষ। এখন হচ্ছে মজার অংশ তাহচ্ছে ফেইসবুকে পোস্ট দেওয়া। এটি করতে আপনার পেইজের হোম এ যান এবং “Create Post”  ক্লিক করে আপনার পোস্টটি পাবলিশ করুন।

 

কংগ্রাচুলেশন্স আপনি এখন ফেইসবুক এর সকল খুঁটিনাটি বিষয় পারদর্শী। আসা করি ফেইসবুক পেইজ তৈরী করতে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও কোথাও যদি সমস্যা দেখেন এবং তার সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের লাইভ চ্যাট এ মেসেজ দিন। আমাদের ডিজিটাল মার্কেটার আপনার সমস্যাটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে দিবেন। 

অন্য কোনো বিষয় জানতে অথবা আমাদের থেকে সার্ভিস পেতে আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি এবং ১০০% স্যাটিস্ফেকশন গেরান্টি দিচ্ছি।

ধন্যবাদ।